রোববার (৬ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনি পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রওশন আলী ওই এলাকার মৃত করিম গাজীর ছেলে।
সোমবার (৭ জুলাই) রাতে এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
আরও পড়ুন: দুই বছরের ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার দুপুরে বৃষ্টি শুরু হলো ১৪ বছরের ওই কিশোরী মাঠে ছাগলে আনতে যায়। কিন্তু এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। মাঠে যেয়েও তাকে পাওয়া যায়নি। একপর্যায় আসামি রওশনের বাড়ির পেছনে গিয়ে দেখতে পায় মেয়েটি কান্নাকাটি করছে। তার জামা ছেড়া ও কাদা লাগানো। পরে মেয়েটি জানায়, ছাগল আনতে যাওয়ার পথে রওশন তাকে ডাক দেন। মেয়েটি তার কাছে যেতেই মুখ চেপে ধরে ঘরে নিয়ে যায়। এরপর তাকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে রওশন ওই কিশোরীকে ঘর থেকে বের করে বাগানে রেখে আসে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, ধর্ষণের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এছাড়া রওশনকে ধরতে পুলিশের বিশেষ টিম মাঠে রয়েছে।