নাটকটি মুক্তি পায় ২৫ জুন, প্রিয়ন্তী এইচডি নামের ইউটিউব চ্যানেলে। নাটকটি নির্মাণ করেছেন আর্থিক সজীব, যিনি বরাবরের মতোই ভিন্নধর্মী কনসেপ্ট আর আবেগঘন চিত্রনাট্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
নাটকটিতে অভিনয় করেছেন তামিম খন্দকার, শায়লা সাথী, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, আনোয়ার শাহী, সুচনা শিকদার প্রমুখ। তামিম ও শায়লার জুটিকে দর্শকরা বিশেষভাবে প্রশংসা করেছেন।
নাটক নিয়ে দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া উঠে এসেছে মন্তব্য ঘরে। একজন দর্শক নাজমা রহমান লিখেছেন, শেষের দিকে অনেক কান্না পেয়ে গেল। মায়েদের এমনই হওয়া উচিত। কিন্তু বাস্তব হচ্ছে, মানিয়ে নিতে নিতে একদিন কবরে চলে যাওয়ার সময় হয়ে যায়, তবু সুখ আসে না।
অভিনয়শিল্পী মোহাম্মদ আসলাম বলেন, হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি নাটক ছিল। সবাই যদি এমন হতো, পৃথিবীটা আরও সুন্দর হতো।
জেসান নামে একজন লেখেন, নাটকটা দারুণ হয়েছে, আবেগপ্রবণ গল্প। তামিম এতটা ভালো অভিনয় করেছে, শায়লা সাথীও। এই জুটির আরও নাটক চাই।
আরও পড়ুন: মেহজাবীনের বোন মালাইকা জুটি বাঁধলেন পার্থর সঙ্গে
নির্মাতা আর্থিক সজীব বলেন, নাটকটিতে আমি একজন সহজ–সরল মাটির মেয়ের জীবনের কষ্টগুলো তুলে ধরেছি। এটি একটি অফ-ট্র্যাকের সিনেম্যাটিক গল্প। মাটির মেয়ে নাটকের মা ও মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাঁদাবে।
তিনি আরও যোগ করেন, গল্পটি ভিন্নধাঁচের হলেও চিত্রনাট্যে গতি এনে নির্মাণে আধুনিক ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে, যেন দর্শক সহজেই চরিত্রগুলোর আবেগে ডুবে যেতে পারেন।
]]>