মাটির নিচে চাপা পড়লেন বাংলাদেশি কর্মী, প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার

২ সপ্তাহ আগে
মালয়েয়েশিয়ায় বড় দুর্ঘটনার কবলে পড়েছেন এক বাংলাদেশি শ্রমিক। পাইপ বসাতে গিয়ে মাটির নিচে চাপা পড়েন তিনি। তবে উদ্ধারকারীদের তৎপরতায় শেষ পর্যন্ত তার জীবন রক্ষা পেয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার (৭ জুলাই) মালয়েশিয়ার নেগরি সেম্বিলান রাজ্যের বান্দার বারু নিলাইয়ের টেক পার্ক শিল্পাঞ্চলে পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কাজ করার সময় মাটির নিচে চাপা পড়া এক বাংলাদেশি কর্মীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

 

ভুক্তভোগী বাংলাদেশির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বয়স ৩৮ বছর বলে জানানো হয়েছে। এক উদ্ধারকারী কর্মকর্তা জানান, সোমবার রাত ৭টা ৪৪ মিনিটে তারা একটি জরুরি ফোন কল পান। এরপরই একটি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

 

ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকারী দলটি ৮টা ০৩ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর রাত ৯টা ২৮ মিনিটে ওই বাংলাদেশি কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারের পরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

 

আরও পড়ুন: ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ কবে, জানা গেল তারিখ

]]>
সম্পূর্ণ পড়ুন