মাটি খুঁড়তেই কলস, পাওয়া গেল ব্রিটিশ আমলের মুদ্রা

৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় দোকান ঘর নির্মাণ করার জন্য মাটি কাটতে গিয়ে ২১ কেজি ৯০০ গ্রাম ওজনের ব্রিটিশ আমলের ভারতীয় রূপি পাওয়া গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এই ব্রিটিশ আমলের ভারতীয় রূপি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রূপি দামুড়হুদা মডেল থানা পুলিশ জব্দ করেছে।

 

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে কার্পাডাঙ্গা গ্রামের মৃত দিলু মন্ডলের ছেলে সহিদুল ইসলাম কার্পাসডাঙ্গা বাজারের সাইকেল হাট সংলগ্ন স্থানে তার নিজের জমিতে দোকান ঘর নির্মাণের জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটাচ্ছিলেন। এক পর্যায়ে সকালে ড্রেজার মেশিনে একটি পিতলের কলস উঠে আসে। তখন তারা কলসটিতে রূপার মুদ্রা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ কলসটি জব্দ করে স্থানীয় সংবাদকর্মীদের সামনে খুলে রূপার মুদ্রা ওজন করে।

 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পাচারের সময় ৭০টি হিরামন টিয়া উদ্ধার

 

১ হাজার ৮৬১টি মুদ্রার ওজন হয় প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম। ওই রূপার মুদ্রা গুলো ছিল ১৮৬৫ সাল থেকে ১৯০২-১৯১০ সালের মধ্যেকার বলে ধারণা করা হচ্ছে।

 

এ বিষয়ে সহিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান মানিক বলেন, বাজারের সাইকেল হাঠ সংলগ্ন নিজেদের জমিতে দোকান ঘর নির্মাণ করার জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় প্রায় ৪ ফুট গভীর থেকে মেশিনের সাথে একটি পিতলের কলস উঠে আসে। ঐ কলসে কয়েন দেখতে পেয়ে আমরা কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে কলসটি উদ্ধার করে। পরে সেগুলো দমুড়হুদা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় রেলগেট যেনো মৃত্যু ফাঁদ!

 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, মাটি খুঁড়তে গিয়ে রুপার কয়েন পাওয়া গেছে জানতে পেরে ঘটনাস্থলে স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়। পুলিশ সে গুলো জনসমুক্ষে খুলে ওজন করে মডেল থানায় নিয়ে আসে। পরে থানায় পুনরায় সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে ওজন করা হয়।

 

তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রূপি। এগুলো পুনরায় পরীক্ষা-নিরীক্ষার করার পর নিশ্চিত হওয়া যাবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন