মাঝপথে পিএসএল ছেড়ে আইপিএলে নাম লেখালেন মেন্ডিস

১ সপ্তাহে আগে
আইপিএলের নিলামে বহুবার নাম দিয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, সবশেষ মেগা নিলামেও ৭৫ লাখ রুপিতে নাম তুলেছিলেন। কিন্তু কখনওই তার প্রতি কেউ আগ্রহ দেখায়নি। মেন্ডিস অবশেষে খেলার সুযোগ পাচ্ছেন।

মেন্ডিসকে দলে ভিড়িয়েছে আইপিএল-টেবিল টপার গুজরাট টাইটান্স। তাদের ইংলিশ রিক্রুট জস বাটলারের জাতীয় দল থেকে ডাক পড়েছে। ২৯ মে থেকে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলবে। তার বদলেই গুজরাট এবারের পিএসএলে ৫ ম্যাচে ১৪৩ রান করা মেন্ডিসকে দলে নিয়েছে। বাটলার আইপিএলে এবার করেছেন ৫০০ রান।


মেন্ডিস আইপিএল দল পেলেন এমন একটা সময়, যখন তার পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স টেবিলের শীর্ষে রয়েছে। ৯ ম্যাচে তাদের নামের পাশে ১৩ পয়েন্ট। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ফের ১৭ মে থেকে মাঠে গড়াবে স্থগিত হয়ে যাওয়া পিএসএলের খেলা।


আরও পড়ুন: বোমা হামলার হুমকিতে আবারো শঙ্কায় আইপিএল


৮ মে রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিলো। ওই দিনই স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা করে ভারত। নিরাপত্তা শঙ্কা থেকে ম্যাচ তো স্থগিত হয়ই, স্থগিত হয়ে যায় টুর্নামেন্টও। বিদেশি ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগে পাকিস্তান ছাড়েন। মেন্ডিসও সেই দলে ছিলেন। ক্রিকইনফো জানাচ্ছে, পিএসএল ফের মাঠে গড়ালেও লঙ্কান উইকেটরক্ষক নিরাপত্তা শঙ্কা থেকে পাকিস্তানে ফিরতে চান না। তাই নাম লিখিয়েছেন গুজরাট টাইটান্সে।


ক্রিকইনফো আরও জানিয়েছে, মেন্ডিস ভারতের ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সব ঠিক থাকলে শনিবার দলে যোগ দেবেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুজরাট নিজেদের পরের ম্যাচ খেলবে ১৮ মে।

]]>
সম্পূর্ণ পড়ুন