মাছের রক্ত ও পানি কি নাপাক?

২ সপ্তাহ আগে
ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে মানুষের সকল বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। পবিত্রতা ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। এটি ছাড়া ইসলামের অনেক বিধান পালন করা যায় না।

অনেকে জানতে চান, মাছের রক্ত ও পানি কি নাপাক?

 

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন,  মাছের রক্ত বা পানি কোনোটাই নাপাক নয়। তাই তা কাপড়ে লাগা অবস্থায় নামাজ, তেলাওয়াত কোনোকিছুই নিষিদ্ধ নয়। কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না। (মুসান্নাফে ইবনে আবি শায়বাহ, হাদিস: ২০৩৬; আলমাবসুত, সারাখসী: ১/৮৭; বাদায়েউস সনায়ে ১/১৯৫; ফাতহুল কাদীর ১/১৭৯)

 

পুরুষদের আংটি পরা কি হারাম?

 

ইসলামে গয়না বা অলংকার ব্যবহার নিয়ে বহু প্রশ্ন উঠে আসে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। অনেকেই জানতে চান, আংটি, চেইন বা কানের দুল পরা কি ইসলামে বৈধ, নাকি তা সম্পূর্ণ নিষিদ্ধ? ইসলামি শরিয়তের আলোকে এই প্রশ্নের উত্তর একেবারেই স্পষ্ট।

 

আরও পড়ুন: আকিকার গোশত কি শিশুর বাবা-মা খেতে পারবেন?

 

পুরুষদের জন্য সোনা পরা ইসলামে স্পষ্টভাবে হারাম। এটি শুধু কোরআনের ব্যাখ্যাই নয়, বরং বহু সহিহ হাদিসে এই নিষেধাজ্ঞা উঠে এসেছে। হজরত আলী (রা.) বলেন,

 

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান হাতে সোনার আংটি পরা দেখে তা খুলে ফেলে দেন এবং বলেন, ‘পুরুষের জন্য এটি নিষিদ্ধ।’ চার ইমামসহ ইসলামের প্রধান মাজহাবগুলোও পুরুষদের জন্য সোনা পরার অনুমতি দেননি।

 

অন্যদিকে, রুপার আংটি পরা ইসলামে বৈধ, এমনকি এটি নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুপার আংটি পরতেন, যাতে মুহাম্মাদ রসুলুল্লাহ  সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাই করা ছিল। সাহাবারাও এ আমল অনুসরণ করতেন। তাই আজও অনেক মুসলিম পুরুষ রুপার আংটি পছন্দ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন