শনিবার (২১ জুন) সকালে সিলেটের এক হোটেলে দিনব্যাপী কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো. আসাদুল বাকীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান।
আরও পড়ুন: বর্ষায় চাঁদপুরে ইলিশের কেজি কত?
কর্মশালায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেন, পরিবেশ দুষণসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিকভাবে মানসম্পন্ন মাছের পোনা পাওয়া যাচ্ছে না। গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদনের লক্ষ্যে সরকার প্রকল্প হাতে নিয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবন সম্পন্ন এই প্রকল্প মৎস চাষিদের উন্নয়নে কাজে আসবে এবং দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে সহায়ক হবে।