সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ২০২২ সালে নিজ এলাকার একটি পুকুর থেকে মাছ লুটের মামলায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫
নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বর্নি এলাকার আব্দুর রহিম নামে এক মৎস্যজীবীর পুকুর থেকে মাছ লুটে ঘটনায় ওই সময়ই মামলা দায়ের করেছিলেন মৎস্য চাষি আব্দুর রহিম।