রোববার (০৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন মহাসচিব আল্লামা মন্জুরুল ইসলাম আফেন্দী।
তিনি বলেন, মাওলানা মুশতাক আহমেদ নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যারাই জড়িত দ্রুত চিহ্নিত করে করে বিচার নিশ্চিত করতে হবে
নির্বাচন সামনে রেখে এ ধরনের হত্যাকাণ্ড দেশকে অস্থিতিশীল করছে- তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিহতদের পরিবারের ক্ষতিপূরণসহ ৪ দফা দাবি তুলে ধরেন তিনি। আসন্ন নির্বাচনে জোটের পক্ষে ইতিবাচক থাকলেও এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান জমিয়তে উলামায়ে বাংলাদেশ এর মহাসচিব।
]]>