মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে টাঙ্গাইলে

১ সপ্তাহে আগে
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলে হয়েছে নানা কর্মসূচী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ।

 

আরও পড়ুন: মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

 

পরে মাওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মাওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন