মাইলস্টোনের শিক্ষার্থী ছামীম-আয়মানের কবর জিয়ারত করলো বিমান বাহিনী

২ সপ্তাহ আগে
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও তাসনিম আফরোজ আয়মানের কবর জিয়ারত করেছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে গিয়ে আব্দুল্লাহ ছামীমের কবর জিয়ারত করেন। পরে তারা একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গিয়ে আয়মানের কবরেও শ্রদ্ধা জানান।

 

বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল নিহতদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

 

প্রতিনিধি দলটি নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়েও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

 

আরও পড়ুন: মাইলস্টোনের শিক্ষার্থী সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

 

উইং কমান্ডার আল-আমিন বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু আমাদের ব্যথিত করেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

 

তিনি আরও বলেন, ‘বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে যথাসম্ভব সহায়তা ও সান্ত্বনা দেয়ার চেষ্টা করছি। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা আরও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির সেবা করতে পারি।’

 

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান গুরুতর আহত হন। সেদিন রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল্লাহ ছামীম। পরে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জুলাই সকাল ১০টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান আয়মান।

]]>
সম্পূর্ণ পড়ুন