মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক বার্তা পাঠাল বার্সেলোনা

৩ সপ্তাহ আগে
সোমবার (২১ জুলাই) রাজধানীর দিয়াবাড়িতে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

ঢাকা থেকে বার্সেলোনা শহরের দূরত্ব ৮ হাজার কিলোমিটারেরও বেশি। তবে এত দূর থেকেও ঢাকার মানুষের আর্তনাদ তারা অনুভব করছে। তাইতো মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছে এফসি বার্সেলোনা।

 

এই ঘটনায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্লাবটি একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশের বার্সেলোনার সমর্থকদের অফিশিয়াল ফ্যান গ্রুপ ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’-কে।

 

আরও পড়ুন: আর্জেন্টিনার পর সেমিফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল

 

চিঠিটি বুধবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা থেকে ঢাকায় পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ক্লাবটির বোর্ড মেম্বার এবং সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ। 

 

চিঠিতে লিখা হয়, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি  আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সকলের প্রতি আমাদের সহানুভূতি এবং সমর্থন থাকবে।’

 

May be an image of soccer and textমাইলস্টোন ট্র্যাজেডিতে শোক জানিয়েছে বার্সেলোনা। 

 

আরও পড়ুন: ইউনাইটেড নয়, আর্সেনালকেই বেছে নিলেন গিওকারেস


এমন মর্মান্তিক ঘটনায় মুহূর্তেই সারা দেশে নেমে আসে শোকের ছায়া। আর সবার মতো ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও এ ঘটনায় শোক জানিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় দুই ক্রীড়া সংগঠন বিসিবি ও বাফুফেও জানিয়েছে শোক। সেইসঙ্গে দেশের ক্রিকেটার, ফুটবলারদের প্রাই সবাই এ ঘটনায় শোক জানিয়েছেন। বিদেশি অনেক খেলোয়াড়রাও মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। 

 

পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা বার্সেলোনা ফুটবল ক্লাবের বাংলাদেশের আনুষ্ঠানিক স্বীকৃত একটি সমর্থক সংগঠন। এটি বাংলাদেশে ক্লাবটির ভাবমূর্তি রক্ষা ও নানা ধরনের কমিউনিটি কার্যক্রম পরিচালনা করে থাকে।

]]>
সম্পূর্ণ পড়ুন