মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্রিকেটারদের শোক

৩ সপ্তাহ আগে
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে, অন্যদিকে দগ্ধ ও আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। এমন ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘণ বার্তাও দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে, আহত দেড় শতাধিক। 

 

এদিকে মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ছাড়া অনেক ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। 

 

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস লিখেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছে যাক হতাহতদের এবং তাদের পরিবারের কাছে।’ 

 

জাতীয় দলের আরেক ক্রিকেটার তাইজুল ইসলামও একই কথা লিখেছেন। তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।’ রোববার (২০ জুলাই) পাকিস্তানের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনও শোক প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা, আল্লাহ।’ 

 

 

মোস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা।’ 

 

আরও পড়ুন: এক ম্যাচ পরেই মিরপুর স্টেডিয়ামে বাহির থেকে খাবার নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই- হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’

 

 

আফিফ হোসেন ধ্রুব লিখেছেন, ‘মাইলস্টোন কলেজের হৃদয়বিদারক খবর। ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের প্রার্থনা। আল্লাহ যেন এই নিষ্পাপ শিশুদের সকল ক্ষতি থেকে রক্ষা করেন।’ 

 

তাসকিন আহমেদ লিখেছেন, ‘হে মহান আল্লাহ, উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও লিখেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।’ 

 

 

পেসার শরিফুল ইসলাম লিখেন, ‘একটি স্কুল, শিশুরা, নিরাপত্তার আশ্রয়.... আর সেখানে নেমে এলো ভয়াবহতা। এ কষ্ট শুধু একজনের না- পুরো জাতির। আমরা শোকাহত। আমরা ব্যথিত। আমরা দোয়া করি সকল আহতের দ্রুত সুস্থতা কামনায়, এবং নিহতের আত্মার মাগফিরাতের জন্য।’ 

 

মুমিনুল হক লিখেন, ‘এই হৃদয়বিদারক ট্র্যাজেডি আমাদের সকলকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। মাইলস্টোন কলেজ পরিবারের প্রতি গভীর সমবেদনা। এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি।’ 

 

আরও পড়ুন: ম্যানচেস্টার টেস্টের আগে ভারতীয় দলে চোটের মিছিল

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেন, ‘বিনা প্রয়োজনে হাসপাতাল বা রাস্তায় বের হয়ে ট্র্যাজেডি দেখতে গিয়ে চিকিৎসক বা নিয়োজিতদের কাজে ব্যাঘাত ঘটাবেন না দয়া করে। কখনো কখনো কিছু না করাও উপকার করার সমান।’ অলরাউন্ডার নাসির হোসেন লিখেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।’ 

 

ওপেনার এনামুল হক বিজয় লিখেছেন, ‘উত্তরার আকাশে ঘটে যাওয়া আজকের ভয়াবহ দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল-কলেজের পাশে যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সত্যিই অশ্রুসিক্ত ও বেদনাদায়ক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুঃসময়ে আমাদের প্রার্থনা হোক একটাই- হে আল্লাহ, আমাদের নিরাপদ রাখুন, এই জাতিকে রক্ষা করুন এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে। আমিন।’ 

 

 

বাংলাদেশ দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস লিখেছেন, ‘আজ উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমরা শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর এই দুঃখ সহ্য করার শক্তি দিন।’ শামসুর রহমান শুভ লিখেন, ‘অনুগ্রহ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং পাইলটের জন্য দোয়া করুন।’ 

 

পেসার রুবেল হোসেন লিখেন, ‘মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পরেছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্যে এগিয়ে আসুন।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন