মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে হাইকোর্ট বিভাগ এবং দেশের সব অধস্তন আদালতে এ নির্দেশনা পাঠানো হয়।
এতে বলা হয়, বিচারকাজ শুরুর আগে আদালতগুলোকে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করতে হবে।
আরও পড়ুন: বিমান বিধ্বস্তে কেন এতটা ভয়াবহতা, কী বলছেন বিশেষজ্ঞরা?
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমান এবং ভবনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের অনেকেই হতাহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে বিজিবি ও সেনাবাহিনীও উদ্ধারকাজে যোগ দেয়। হতাহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। যার মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন শতাধিক শিক্ষার্থী ও আহত ব্যক্তি।
]]>