শুক্রবার (২৫ জুলাই) সকালে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।
তিনি জানান, আইমান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। আজ সকাল সাড়ে ৯টায় সে মারা যায়।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার পেজে পোস্ট করা জানানো হয়, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ৩১ মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১ জন।
আরও পড়ুন: শিক্ষার্থী মাহিয়াও না ফেরার দেশে
এদিকে বুধবার (২৩ জুলাই) ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আইএসপিআর। তবে বৃহস্পতিবার (২৪ জুলাই) বার্ন ইনস্টিটিউটে দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আজ নতুন করে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই হিসেবে মৃতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু।
]]>