মাইলফলক ছোঁয়ার দিন মোস্তাফিজকে পেছনে ফেললেন বুমরাহ

২ সপ্তাহ আগে
আইপিএলে বুধবার (২৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি জসপ্রিত বুমরাহ। তবে শিকার করেছেন একটি উইকেট। সেই এক উইকেতেই এই মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় এই পেসার।

হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩৯ রানে ১ উইকেট নেন বুমরাহ। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে যা বুমরাহর ৩০০তম উইকেট। এর ফলে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুমরাহ। আর পেস-স্পিন মিলিয়ে ভারতের পঞ্চম বোলার হিসেবে তিনশ বা তার বেশি উইকেটের কীর্তি গড়লেন তিনি।


আগের চার জন হলেন যুজবেন্দ্র চাহাল (৩৭৩), পীযুষ চাওলা (৩১৯) ভুবনেশ্বর কুমার (৩১৮) ও রবিচন্দ্র অশ্বিন (৩১৫)।


আরও পড়ুন: আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ 
 

MOST WICKETS FOR MUMBAI INDIANS IN IPL HISTORY:

Jasprit Bumrah - 170*

Lasith Malinga - 170

- Two GOATs of MI..!!!! 🐐🙇 pic.twitter.com/AEGSGfAP0c

— Tanuj (@ImTanujSingh) April 23, 2025



এদিকে বুমরাহ তিনশ উইকেট পেয়েছেন মাত্র ২৩৭ ইনিংসে। পেসারদের মধ্যে তার চেয়ে দ্রুততায় এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র দুইজন। তারা হচ্ছেন, অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস) এবং শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ২৪১ ইনিংসে। ফলে তাকে পেছনে ফেললেন বুমরাহ।


এদিনে একটি উইকেট নিয়েই মুম্বাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেলেন বুমরাহ। যদিও এখন মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। আইপিএলে মুম্বাইয়ের হয়ে বুমরাহর উইকেট এখন ১৭০। ২০১৩ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তার। 

]]>
সম্পূর্ণ পড়ুন