লঙ্কানদের বিপক্ষে টাইগার ব্যাটারদের নাজেহাল অবস্থা চিন্তায় ফেলবে যে কাউকে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও যে সে ব্যাপারে ভাবছে না, তা কিন্তু নয়। তবুও সুপার ফোরে উঠার ব্যাপারে আশাবাদী টাইগাররা। দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, সুপার ফোরে যেতে এখনো আত্মবিশ্বাসী। তবে বিশ্বাস রাখতে হবে।
মুশতাক আহমেদ বলেছেন, শুধু বিশ্বাস নয়, পরের ম্যাচে মনোযোগ রেখে নিজেকে শক্ত রাখতে হবে। ‘সুপার ফোরে যেতে এখনও আত্মবিশ্বাসী। বিশ্বাস রাখতে হবে। এটা কঠিন, তবে পরের ম্যাচে মনোযোগ রেখে নিজেকে শক্ত রাখতে হবে।’
বাংলাদেশের স্পিন অ্যাটাক একেবারে খারাপ নয়। তবে আফগানদের স্পিন অ্যাটাকের সামনে কিছুটা পিছিয়েই আছে টাইগাররা। সে বিষয়ে মুশতাক বলেন, ‘ওদের স্পিনের এগেইন্সটে কাউন্টার অ্যাটাক করে রান তুলতে পারলে ভালো হবে। মিডল অর্ডারগুলো গুরুত্বপূর্ণ। রিশাদ যখন অনেক বেশি কিছু ট্রাই করতে যায় তখন এমনটা হয়। লাইন লেংথ আগে মেইনটেইন করতে হবে। রিশাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে হবে।’
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের রেফারিকে অপসারণের দাবি পিসিবির
‘ওদের স্পিনারদের অভিজ্ঞতা বেশি। স্ট্যাট ওয়াইজ আমাদের স্পিনাররা মিডল ওভারে বেশি ম্যাচ জেতায়। এখন মাঠে সেটা ডেলিভার করতে হবে।’
বাংলাদেশ টসে জিতলেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ক’দিন আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই টসে জিতে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। এ নিয়ে সমালোচনাও হয়েছে, এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে সেই সিরিজে আগে ব্যাটিং করে অন্তত ব্যাটারদের আরও একটু পরখ করে দেখা যেতো।
তবে মুশতাক আহমেদের মতে, বাংলাদেশের বোলিং বিভাগটা ভালো বলেই তারা আগে বল করতে চায়। ‘বোলিং ভালো আমাদের আই আগে ফিল্ডিং নেয়ার প্রবণতা বেশি।’
বাংলাদেশের ক্রিকেটারদের তুলনায় আফগানিস্তানের ক্রিকেটাররা বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। সেদিক থেকে ওরা অনেক এগিয়ে। তবে মুশতাকের বিশ্বাস, বাংলাদেশ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।
আরও পড়ুন: হ্যান্ডশেক ইস্যুতে নিরবতা ভাঙলো পিসিবি, জানিয়েছে প্রতিবাদ
‘ওরা বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, এটা ওদের শক্তিমত্তা। হোম সিরিজে আমরাও ভালো করি। আইসিসি-এসিসিতে আমাদের উন্নতি করতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আছে।’
মুশতাকের মতে, শুধু ব্যাটিং-বোলিংয়ে উন্নতি করলেই হবে না, বাংলাদেশের ক্রিকেটারদের মাইন্ডসেট বদলাতে হবে। ‘মাইন্ডসেট বদলাতে হবে, বিশ্বাস রাখতে হবে। এটা পারলে এই দলও যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারবে।’