মা সবসময় তোমার পাশে আছে: অপু বিশ্বাস

৪ দিন আগে
ঢালিউড কুইন অপু বিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের আজ শুভ জন্মদিন। বিশেষ এ দিনটিতে তাই ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগী বার্তা দিয়েছেন অভিনেত্রী।

আব্রাম খান জয় পৃথিবীতে আসে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। দেখতে দেখতে ছোট্ট জয় ৯ বছর পূর্ণ করে ১০-এ পা রাখলো।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টা পেরোতেই মধ্যরাতে ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু। আপলোড করেন ২টি ছবি।


এরপর আবারও ছেলের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করেন অপু বিশ্বাস। তিনি ছেলেকে নিয়ে দারুণভাবে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

 

আরও পড়ুন: জয়ের জন্মদিনে ফেসবুকে অপুর আগে শাকিবের আবেগঘন পোস্ট


ক্যাপশনে অপু লেখেন, আজ ২৭ সেপ্টেম্বর! আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার ছোট্ট রাজপুত্র আব্রাম খান জয়-এর জন্মদিন!’


তিনি আরও বলেন, ‘তোমার পৃথিবীতে আসার দিনটি আমার কাছে আজও এক বিশেষ মুহূর্ত। দেখতে দেখতে তুমি এত বড় হয়ে গেলে, আমার সবথেকে প্রিয় বন্ধু! তোমার হাসি, তোমার সরলতা আর তোমার দুরন্তপনা— সবকিছুই আমার বেঁচে থাকার প্রেরণা।’


অপুর ভাষায়, ‘মা হিসেবে তোমার জন্য আমার প্রার্থনা, তুমি যেন সবসময় সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমার জীবনের প্রতিটি দিন যেন আনন্দে ভরে ওঠে। মনে রেখো, তোমার মা সবসময় তোমার পাশে আছে, প্রতিটি পদক্ষেপে। অনেক অনেক ভালোবাসা,শুভ জন্মদিন!’

 

আরও পড়ুন: ছেলের জন্মদিনে ফেসবুকে আবেগী বার্তা দিলেন অপু বিশ্বাস


প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে সন্তান জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের বিষয় জানান। এ খবর প্রকাশের ২ বছরের মাথায় শাকিব-অপুর বিচ্ছেদ হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন