মা-ভাইকে হত্যা করে পাহাড়ে পালিয়ে ছিলেন ইয়াছিন

২ সপ্তাহ আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাইকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক বড় ভাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে পাহাড়ে পালিয়ে লুকিয়ে ছিলেন।

সোমবার (৭ এপ্রিল) দিন গত রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিল্যাপাড়া পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মো. ইয়াছিন (৪০) ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়ির বাসিন্দা। নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদের ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।

আরও পড়ুন: বান্দরবানে বিএনপির অফিসে হামলা-ভাঙচুর

গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই মাসুমের সঙ্গে কথা কাটাকাটি হয় ইয়াসিনের। কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুমকে কুপিয়ে দা দিয়ে মারাত্মকভাবে জখম করেন। ঝগড়া থামাতে গেলে মা জুলেখা খাতুনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরদিন শুক্রবার (৪ এপ্রিল) সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যান। 


এরপর রোববার (৬ এপ্রিল) সকালে মারা যান জুলেখা খাতুন। এ ঘটনায় খুনের শিকার মাসুমের স্ত্রী ফটিকছড়ি থানায় ইয়াছিন ও তার বউকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় আরও একজন গ্রেফতার

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক বলেন, ‘ঘটনা পর থেকে পলাতক ছিলেন ইয়াসিন। কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করতে সমর্থ হয়ে আমরা। গ্রেফতারের রাতে সে পাহতাকে আদালতে পাঠানো হচ্ছে। Pictures চট্টগ্রামের ফটিকছড়িতে মা-ছোট ভাইকে কুপিয়ে খুনের ঘটনায় ঘাতক বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।’ 


পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে তিনি পাহাড়ে লুকিয়ে ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন