বলিউডের জনপ্রিয় নায়ক সালমান, অভিষেক ও রণবীরের এতটাই মাতৃভক্তি যে প্রেমিকা-স্ত্রীর মধ্যেও মায়ের গুণগুলো খুঁজতে শুরু করেন তারা। মায়ের মন রাখতে প্রেমিকা, স্ত্রীকেও কম গুরুত্ব দেন।
১। সালমা ও সালমান খান: বলিউড মেগাস্টার সালমান খানের বয়স এখন ৬০ ছুঁইছুঁই। এ বয়সেও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি পছন্দমত মেয়ের অভাবে। এর জন্য নায়কের বাবা খ্যাতনামা বলিউড চিত্রনাট্যকার সেলিম খান অবশ্য দায়ী করেছেন তার স্ত্রীকে।
এক সাক্ষাৎকারে সেলিম বলেন, সালমান সব সময় তার পছন্দের মানুষের মধ্যে তার মায়ের চরিত্র খুঁজে নিতে চান। যে কারণে কাউকেই জীবনসঙ্গী করতে পারছে না ও। আমি মনে করি, প্রেমিকা ও বন্ধুর খোঁজে এমন মনোভাব থাকা ভালো নয়। কারণ এমন মনোভাব থেকেই শুরু হয় মনোমমালিন্য।
আরও পড়ুন: বিশ্ব মা দিবস আজ
২। জয়া ও অভিষেক বচ্চন: বলিউডে মা ভক্ত আরও একটি ছেলে অভিষেক বচ্চন। শোবিজপাড়ায় মায়ের বাধ্য ছেলে বলে আলাদা সুনাম রয়েছে তার। গুঞ্জন রয়েছে, অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে দাম্পত্য সম্পর্ক খারাপ হওয়ার পেছনের কারণ হিসেবে দায়ী অভিষেকের অতি মাতৃভক্তি।
আরও পড়ুন: মেয়ে দুয়া প্রসঙ্গে কী বললেন দীপিকা?
৩। নীতু ও রণবীর কাপুর: বলিউডে মা-ছেলে জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম নীতু ও রণবীর কাপুর। গুঞ্জন রয়েছে, বিয়ের আগে প্লেবয় রণবীরের একাধিক প্রেমিকা ছিল। তবে বিয়ের ক্ষেত্রে ছেলের জন্য প্রেমিকাদের মধ্যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে মনে ধরেছিল নীতুর। যে কারণে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গেও সম্পর্ক টেকেনি রণবীরের। শেষমেষ নায়কের জীবনে আসে অভিনেত্রী আলিয়া ভাট। মায়ের পছন্দ হওয়ায় আলিয়াকেই বিয়ে করে জীবনসঙ্গী করেন রণবীর।
]]>