নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। দীর্ঘ বিরতির পর নায়িকার অভিনীত ও প্রযোজিত তেলেগু সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মা ইন্তি বাঙারাম’র টিজার শেয়ার করেন সামান্থা। যেখানে দেখা যায়, একটি বাসের ভেতরে শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। সামান্থার চোখেমুখে দেখা যায় স্পষ্ট দৃঢ়তা আর অদম্য সাহসের ছাপ।
টিজারেই ইঙ্গিত মিলে, নতুন সিনেমায় শক্ত-নির্ভীক -প্রতিবাদী নারীর চরিত্রে দেখা যাবে সামান্থাকে। এ সিনেমার বেশিরভাগই অ্যাকশন দৃশ্য।
জানা গেছে, সিনেমার কাহিনি এগোবে এক আদর্শ গৃহবধূকে কেন্দ্র করে। যিনি দিনের বেলায় একজন আদর্শ গৃহবধূ এবং রাতে শ্বশুরবাড়ির অগোচরেই ভিলেনদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
আরও পড়ুন: নিজ জেলায় শীর্ষ করদাতা রাশমিকা
নিজস্ব প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্স এর ব্যানারে নির্মিত এই সিনেমাটির স্রষ্টা হিসেবে রয়েছেন তার স্বামী, নির্মাতা রাজ নিদিমোরু।
আরও পড়ুন: ভক্তদের আতিথেয়তায় ‘এক নম্বর’ দীপিকা
নন্দিনী রেড্ডি পরিচালিত এই সিনেমায় সামান্থার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কন্নড় অভিনেতা গুলশান দেবাইয়া ও দিগন্ত।
]]>

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·