মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশি আটক

৪ দিন আগে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটকদের মধ্যে রয়েছেন ১৫ জন পুরুষ, ১৪ জন নারী ও ৭ জন শিশু।

 

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন মাটিলা, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

 

আরও পড়ুন: ঝিনাইদহে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪

 

আটকদের মধ্যে আছেন—যশোরের নাউলি গ্রামের মনিরুল গাজী (৩৭), ফরিদপুরের ইমরান মুন্সিন (৪৮), গোপালগঞ্জের তাবারকান্দি গ্রামের উজ্জল শেখ (৩৭), নোয়াখালীর চরঈশ্বর গ্রামের সুজন দাস (২৮), খুলনার আন্দনগর গ্রামের জাহিদুল মুন্সি (৪০) ও তার ভাই হাফিজুল (৪৯), যশোরের ঝুমঝুমপুর গ্রামের শাহাজান গাজী (৫৮), অগ্রভোলাট গ্রামের সুমন হোসেন (২৮) ও শাহাব উদ্দিন (২৮), নড়াইলের কালিয়া থানার রিজাউল শেখ (৫০), লোহাগাড়া থানার শিমুল সিকদার (৪৩), ঝিনাইদহের জলুলী গ্রামের সাজিদুল ইসলাম (১৯), নড়াইলের সাঁতরাখালি গ্রামের আলিমুল শেখ (২৭), কালিয়ার শুক্তগ্রামের হুমায়ুন খান (৩০), ও টেকনাফের শাপলাপুর গ্রামের রবিউল আলম (২০)।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আর আটক ১৫ পুরুষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন