ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা জনপ্রিয় আরিয়ানা। তার পোশাক, স্টাইল দেখে অনেকেরই মনে পড়ে যায় পপস্টার সেলিনা গোমেজের কথা।
আরিয়ানার সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন তাকে ‘জীবন্ত পুতুল’ বলেও আখ্যা দেন। প্রায়ই বলিউডের বিভিন্ন ইভেন্টে মায়ের সঙ্গে দেখা যায় তাকে।
মায়ের মতো লাস্যময়ী চেহারার অধিকারী হওয়ায় প্রায়ই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন আরিয়ানা। বলিউড দুনিয়ায় পা না রাখলেও তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা সোশ্যাল মিডিয়ায় কম নয়।
ভক্তরা চান মায়ের মতো মেয়েও বলিউডের রুপালি পর্দার পা রাখুক। তবে আরিয়ানা এখন মনোযোগী তার পড়াশুনা নিয়েই।
আরও পড়ুন: ‘মা ইন্তি বাঙারাম’র টিজারে নতুন রূপে সামান্থা
প্রসঙ্গত, অভিনেত্রী মহিমা চৌধুরী ও তার সাবেক স্বামী ববি মুখার্জির মেয়ে আরিয়ানা মুখার্জি। ববিকে ২০০৬ সালে বিয়ে করেন মহিমা। বিয়ের ৭ বছরের মাথায় ২০১৩ সালে বিচ্ছেদ হয় তাদের।
আরও পড়ুন: পিয়ানোতে ঝড় তুললেন নীল
]]>
৬ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·