সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে নরসিংদীর সাহেপ্রতাবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, দুর্নীতির আতুরঘর হিসেবে খ্যাত বাংলাদেশ তাঁতবোর্ড পরিচালিত নরসিংদীর একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠার ৬ বছরেও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারেনি।
আরও পড়ুন: নোয়াখালীতে টেক্সটাইল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সরকারি প্রতিষ্ঠান হলেও সেটিতে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা সুবিধা নাই বললেই চলে। অথচ দেশের বস্ত্র অধিদফতরের অধীনে সারা দেশের আরও ৯টি কলেজ সুনামের সঙ্গে পাঠদানসহ কার্যক্রম পরিচালনা করে আসছে।
তাই শিক্ষার্থীরা তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদফতরের মাধ্যমে এই কলেজ পরিচালনার দাবি জানিয়ে আসছে। তবে দীর্ঘদিনেও দাবি আদায় না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়। পাশাপাশি দাবি আদায়ে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টার জন্য অবস্থান নিয়েছিলো শিক্ষার্থীরা। পরে জনদুর্ভোগে কথা চিন্তা করে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।