বাসযাত্রীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা বরিশালগামী মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৮৮৫১) ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের ফুলতলী বাজারের কাছে আসলে চলন্ত বাসে দুর্বৃত্তরা ঢিল মারে। এতে বাসের বাম পাশের জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এঘটনায় দুজন যাত্রী আহত হয়েছেন।
এসময় বাসের চালক অনেকটা নিয়ন্ত্রণহীনভাবে ফুলতলী বাজারে এসে থামান। এসময় বাসের যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের উৎসুক জনতা এসে জড়ো হয়।
বাসের সুপারভাইজার সিদ্দিকুর রহমান জানান, রাতের বেলা গাড়ি নিয়ে বের হতে আমাদের ভয় লাগে। শেরপুরের পর থেকে বিশ্বরোড পর্যন্ত প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীবাহী বাস। এতে অনেক যাত্রী আহত হন।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর, বাস শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
বাসের আহত যাত্রী মঞ্জুর হোসেন ভূঁইয়া জানান, চলন্ত অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দে গ্লাস ভেঙে টুকরো এসে মাথার ওপর পড়ে। ভয়ে বাসের সব যাত্রীরা চিৎকার করতে থাকি।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, সম্প্রতি এধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না। আজকের ঘটনার পর টহল পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।