মহাখালীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন পরিবহন শ্রমিকরা

৩ সপ্তাহ আগে
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক প্রায় দুই ঘণ্টা পর ছেড়ে দেন পরিবহন শ্রমিকরা।

রোববার (০৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে সড়ক ছেড়ে দেন বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান।

 

জিয়াউর রহমান বলেন, আমরা পরিবহন শ্রমিক নেতা, মালিক ও শিক্ষার্থীদের নিয়ে বসেছিলাম। উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়কে ৬ ঘণ্টার অচলাবস্থা

 

এর আগে বেলা দেড়টার দিকে সড়কের দুইপাশে আড়াআড়ি করে বাস রেখে পরিবহন শ্রমিকরা সড়ক বন্ধ করে দেন। এ ঘটনায় তীব্র যানজট দেখা দেয়।

 

সড়ক বন্ধ করে দেওয়ার কারণ প্রসঙ্গে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেছিলেন, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের সঙ্গে ঝামেলা হয়। এরপর চালক-শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন। এরমধ্যে একতা পরিবহনের আরও ৭-৮টি বাস শিক্ষার্থীরা আটকে দেন। এর জেরে চালক-শ্রমিকরা সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ করে দেন।

 

তারা মহাখালী রেলগেইট থেকে নাবিস্কো পর্যন্ত বিভিন্নস্থানে আড়াআড়ি করে বাস রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিলেন বলেও জানান তারা।

 

আরও পড়ুন: পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

 

ঢাকার গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় বনানী থেকে তেজগাঁও পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেও সড়কে গাড়ির চাপ রয়ে গেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন