মহাকাশ থেকেও দৃশ্যমান পবিত্র কাবা!

১২ ঘন্টা আগে
মক্কার কাবাকে দেখা যাচ্ছে মহাকাশ থেকে? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও তা সত্যি! মহাকাশচারী ডন পেটিট তার শিল্পসুষমাভরা স্পেস ফোটোগ্রাফির জন্য বিখ্যাত। তিনিই সম্প্রতি মহাকাশ থেকে মক্কার ছবি তুলেছেন। স্পেস স্টেশনের কিউপোলা জানলা থেকে ছবিটি তুলেছেন তিনি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মহাকাশ থেকে তোলা এক দারুণ ছবিতে মক্কার কাবাকে উজ্জ্বল আলোর বিন্দুর মতো দেখা গেছে। সৌদি আরবের মক্কার এই অত্যাশ্চর্য কক্ষপথের ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

 

বলা হচ্ছে, ছবিতে ইসলামের পবিত্রতম স্থান কাবাকে দেখা যাচ্ছে একটি উজ্জ্বল আলোর কেন্দ্রের মতো, যা পৃথিবীর ৪০০ কিলোমিটার ওপর থেকেও দৃশ্যমান! 

 

আরও পড়ুন: নতুন গিলাফে আবৃত কাবা শরিফ

 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সদ্য ফেরা নাসার মহাকাশচারী ডন পেটিট তার তোলা এই ছবিটি সামাজিক মাধ্যমে এক্স-এ শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সৌদি আরবের মক্কার কক্ষপথের দৃশ্য। কেন্দ্রের উজ্জ্বল স্থানটি কাবা, ইসলামের পবিত্রতম স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।’ 

 

Orbital views of Mecca, Saudi Arabia. The bright spot in the center is the Kaaba, Islam's holiest site, visible even from space. pic.twitter.com/yLSOnboOZC

— Don Pettit (@astro_Pettit) December 1, 2025

 

ছবিটিতে দেখা যায় রুক্ষ উপত্যকার মাঝে মক্কার শহুরে বিস্তৃতি, যেখানে গ্র্যান্ড মসজিদ (মসজিদ আল-হারাম) ফ্রেমের কেন্দ্রে রয়েছে। কাবা, যা গিলাফে আবৃত একটি ঘনক্ষেত্রাকার কাঠামো, সেটি অবিরাম ফ্লাডলাইটিংয়ের কারণে বিশেষভাবে উজ্জ্বল দেখাচ্ছে।

 

এই আলো সূর্যের আলো এবং কৃত্রিম আলোকসজ্জা প্রতিফলিত করে কক্ষপথের দিকে পাঠায়, যার ফলে এটি আশপাশের পাহাড় এবং তীর্থযাত্রীদের তাঁবুর মাঝে একটি আলোকবর্তিকা সৃষ্টি করে। মসজিদের ২৪ ঘণ্টার আলোকসজ্জার কারণেই কাবা এতো উজ্জ্বল দেখায়। 

 

আরও পড়ুন: কাবা দেখলে বা ওমরা করলে কি হজ ফরজ হয়ে যায়?

 

মহাকাশচারী পেটিটের দীর্ঘ-এক্সপোজার ফটোগ্রাফির দক্ষতায় এটা সম্ভব হয়েছে। অরোরা, বিভিন্ন শহর এবং মহাজাগতিক ঘটনার ছবি তোলা পেটিট পৃথিবীর এই বিস্ময়কর দৃশ্যগুলো শেয়ার করে চলেছেন। তার সবশেষ ছবিটি তারার নিচে মানবজাতির আধ্যাত্মিক স্থানগুলোর স্থায়িত্বের প্রতীক।

 

সূত্র: জি নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন