মসজিদে নববীতে সালাতুল ইসতিসকা পড়াবেন শায়েখ আহমদ হুজাইফি

২ সপ্তাহ আগে
পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে নববীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সালাতুল ইসতিসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি) এই নামাজে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন পবিত্র মসজিদে নববীর ইমাম শায়েখ আহমদ হুজাইফি।

 

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের নির্দেশে সারা রাজ্যে একযোগে এ নামাজ আদায় করা হবে। রয়্যাল কোর্ট থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রিয় নবী মুহাম্মদ সা.–এর সুন্নত অনুসরণে আল্লাহর রহমত ও বরকতের বৃষ্টি কামনায় সালাতুল ইসতিসকার এ আয়োজন করা হয়েছে।

 

উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৬টা ৫১ মিনিটে। পবিত্র মসজিদে নববীতে অনুষ্ঠিত এ নামাজে মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যেন তারা দোয়া, ইস্তেগফার ও তাওবার মাধ্যমে আল্লাহর রহমত প্রার্থনা করেন।

 

আরও পড়ুন: মসজিদুল হারামে সালাতুল ইসতিসকা পড়াবেন শায়েখ ইয়াসির আদ-দাওসারি

 

শায়েখ আহমদ হুজাইফি নামাজ শেষে খুতবা প্রদান করবেন এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তায়ালা রহমতের বৃষ্টি বর্ষণ করেন, ভূমিকে সজীব করেন ও মানুষকে তাঁর করুণা ও মাফের ছায়ায় আচ্ছন্ন করেন।

 

সালাতুল ইসতিসকা ইসলামি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ইবাদত, যা নবী করিম সা. খরা ও পানির অভাবে আল্লাহর রহমত কামনায় আদায় করতেন। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা এ নামাজের মাধ্যমে রহমত, ক্ষমা ও বরকতের প্রার্থনা করে থাকেন। আল্লাহ তায়ালা যেন এই সালাতুল ইসতিসকার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহর ওপর রহমতের ধারা বর্ষণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন