মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২ সপ্তাহ আগে
শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সরদার নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ আগস্ট ) রাত ১০টার দিকে উপজেলার বড়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।


পুলিশ জানায়, উমরদি মাদবরকান্দি এলাকার একটি মসজিদ কমিটিকে কেন্দ্র করে খবির সরদার ও আলমাস সর্দারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আলমাস সর্দার ও তার সমর্থকরা খবির সরদারকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা খবির সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের


নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ফজরের আজান ও বয়ান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরেই খবির সরদারকে হত্যা করেছে আলমাস সর্দার ও তার অনুসারীরা। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


এ বিষয়ে জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারি জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি, তবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন