মরক্কোর কাছে শিরোপা হারানো উত্তরসূরিদের যে বার্তা দিলেন মেসি

৩ ঘন্টা আগে
শিরোপা জেতার জন্য সবদিক দিয়েই আর্জেন্টিনা ফেবারিট ছিল। অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিলো। প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপাও তাদের দখলে, কিন্তু ফাইনালে মরক্কোর কাছে পারলো না। ২-০ গোলে হেরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হয়েছে তাদের।

আর্জেন্টিনা ট্রফি জিতবে, এই আশা নিয়ে ছিলেন দেশটির সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। তিনি নিজেও ২০০৫ সালে এই ট্রফির স্বাদ নিয়েছেন। কিন্তু দিয়েগো প্ল্যাসেন্তের শিষ্যরা পারলো না। চিলি থেকে দুঃখভারাক্রান্ত মন নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের।


শিরোপা হারালেও উত্তরসূরিদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি নেই মেসির। তাদের মাথাটা উঁচুতে রাখার বার্তাই দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এক স্টোরিতে ইন্টার মায়ামি তারকা লেখেন, ‘ছেলেরা, মাথা উঁচুতে রাখো! তোমরা অসাধারণ একটা টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই তোমাদের কাপ উঁচিয়ে ধরা দেখতে চেয়েছিলাম। তোমাদের উপহার ও সাদা-নীল দলকে রক্ষা করার গর্ব আমাদের আনন্দ দিয়েছে।’

Lionel Messi to Argentina U20 team: "Keep your heads up, guys! You played an impressive tournament and although we all wanted to see you lift the Cup, we are left with the joy of everything you gave us and the pride of seeing how you defended the blue and white with your hearts." pic.twitter.com/YH8li4Nekc

— Roy Nemer (@RoyNemer) October 20, 2025


৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ২০০৭ সালে। সপ্তম ট্রফি জেতার যাত্রায় ফাইনালে উঠেছিল গ্রুপপর্বে ইতালি, অস্ট্রেলিয়া, কিউবা ও নকআউটে নাইজেরিয়া, মেক্সিকো ও কলম্বিয়াকে হারিয়ে। তারা শিরোপাটা হারায় মূলত ইয়াসির জাবিরির কাছে। ফাইনালে জোড়া গোল করেছেন উইঙ্গার।


আরও পড়ুন: প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি


অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তো বটেই, যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। তারা হলো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ। মহাদেশটির প্রথম দল হিসেবে ২০০৯ সালে এই শিরোপা জিতেছিল ঘানা।


ফাইনালের ২টিসহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন ৫টি, যা যৌথভাবে সর্বোচ্চ। অন্য ৩টি গোলের দুটি গ্রুপপর্বে। তবে জাবিরির গোন্ডেন বুট জেতা হয়নি। তার মতো ৫টি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল, ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকি। মেসির ইন্টার মায়ামি সতীর্থ ক্রেমাসকি ২টি অ্যাসিস্ট করায় পুরস্কারটি তার ঝুলিতেই গেছে। গোল্ডেন বল পুরস্কার ভাগিয়ে নিয়েছেন মরক্কোর ওথমান মাম্মা।

]]>
সম্পূর্ণ পড়ুন