ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উন্নত সামাজিক পরিষেবা এবং দুর্নীতির মোকাবিলার দাবিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মরক্কোজুড়ে শত শত মানুষ রাস্তায় নেমে আসে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়ে মারতে দেখা গেছে। যানবাহন এবং বিভিন্ন স্থাপনায় আগুন লাগানোর খবরও পাওয়া গেছে।
নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর শারীরিকভাবে আক্রমণ এবং নির্বিচারে গ্রেফতারের অভিযোগ করেছে মরোক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস।
আরও পড়ুন: সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র পেরু, নেতৃত্বে জেন-জি
বিবিসি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এই বিক্ষোভ সংগঠিত হয়েছে যুব গোষ্ঠীর মাধ্যমে, যারা নিজেদের ‘জেন-জি ২১২’ বলছে।
মঙ্গলবার রাতে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এই গ্রুপটি ‘দাঙ্গা’ বা ভাঙচুরের জন্য দুঃখ প্রকাশ করেছে, যা সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে।
বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার এবং ‘ন্যায্য দাবির বৈধতা ক্ষুণ্ন করতে পারে’ এমন যেকোনো আচরণ এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে।
উন্নত স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার পাশাপাশি আরও বেশি কর্মসংস্থানের সুযোগের দাবিতে স্লোগান দিতে শোনা গেছে বিক্ষোভকারীদের।
এদিকে পূর্ব মরক্কোর ওজদা শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গাড়ি তুলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অনলাইনে পোস্ট হওয়া এ সংক্রান্ত দু’টি ভিডিও যাচাই করেছে বিবিসি।
আরও পড়ুন: জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও রাষ্ট্র-সমর্থিত মিডিয়া কোনো মৃত্যুর ঘটনার কথা অস্বীকার করেছে।
সূত্র: বিবিসি
]]>