শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিদিয়া মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: জুয়েল ঢালী (৩২), মো. মোবারক (৩০), মো. জুনায়েদ (২৮), মো. রফিকুল (৩০), মো. মজিবুর রহমান (৫০), মো. আনোয়ার (৩০), মো. শাহিন আলম (৪৫) ও মো. ফারুকসহ (২৮) ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
স্থানীয়রা জানান, রাইদা কালেকশন নামে পোশাক কারখানার ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে স্থানীয় যুবদলের দুপক্ষ। এ নিয়ে দুপুরে হবিরবাড়ি ইউনিয়ন যুবদল নেতা জিয়া ও শামীমের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ জানান, দুপক্ষ প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়েছে, অনেকে আহতও হয়েছেন। আমরা ঘটনাটি দলীয়ভাবে তদন্ত করছি। দলীয়ভাবে যথাযথ ব্যবস্থা নেয়ার পাশাপাশি আইনগতভাবেও পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
এ বিষয়ে জিয়ার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ইউনিয়ন যুবদল নেতা শামীম জানান, যুবলীগ নেতা ও আওয়ামী সন্ত্রাসী সাইফুলের সঙ্গে মিলে স্থানীয় বিএনপির নিবেদিত কর্মীদের উপেক্ষা করে জিয়া ও মজিবর জোর করে মাল বের করে নেয়ার সময় আমাদের ওপর হামলা করে।