বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা) নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।
নিখোঁজ জয়নাল আবেদিন নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষীদিয়া গ্রামের সাবেহ আলীর ছেলে। তিনি ট্রলার শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বালুবোঝাই ট্রলার নিয়ে দুজন শ্রমিক ময়মনসিংহ নগরের কাচারিঘাটের দিকে যাচ্ছিলেন। কিন্তু নগরের কেওয়াটখালী রেলসেতুর নিচে তীব্র স্রোতে সেতুর পিলারে ট্রলার ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা শ্রমিক তারাকান্দার গালাগাঁও গ্রামের এবাদুল হক সাঁতরে তীরে উঠে আসতে পারলেও জয়নাল নিখোঁজ হন।
আরও পড়ুন: প্রকল্পে অনিয়ম: ময়মনসিংহ জেলা পরিষদে দুদকের অভিযান
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ট্রলারটি যখন উল্টে যাচ্ছিল তখন ভেতর থেকে নিজের মোবাইল ফোন আনতে গিয়ে শ্রমিক জয়নাল আবেদন নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, বালু বোঝাই নৌকা ডুবির খবর পেয়ে ডুবুরিদল বেলা ১১ টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু নৌকার ভেতরে আটকে থাকা মরদেহ উদ্ধার করা যায়নি। সেখানে স্রোত থাকায় ডুবুরিদের জীবনের ঝুঁকি রয়েছে। নৌকাটি স্থানীয় প্রশাসন একপাশে সরিয়ে নিলে মরদেহ উদ্ধার করা যাবে। কাল সকাল থেকে সেখানে ডুবুরি দল কাজ করবে।