সন্ত্রাসবিরোধী আইনে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে মামলাটি ফুলবাড়িয়া থানায় দায়ের করা হয়। রাত তিনটার দিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি ফুলবাড়িয়া পৌরসভার চাঁদপুর এলাকার বাসিন্দা।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাশের এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, তিনি ঘটনার সঙ্গে জড়িত। নিজ বাড়ির পাশে অন্য একটি বাড়িতে তিনি আশ্রয় নেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। তবে আজ শুনানি না করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট
প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে উপজেলার ভালুকজান এলাকায় মেসার্স ইসলাম ফিলিং স্টেশনের সামনের সড়কে আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসচালক জুলহাস মিয়া (৩০) নিহত হন। তিনি উপজেলার ভালুকজান গ্রামের আবদুল বারেক ও সাজেদা আক্তারের ছেলে।
]]>
২ সপ্তাহ আগে
৬






Bengali (BD) ·
English (US) ·