ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী রিদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় গ্রেফতার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের গুলকিবাড়ী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


জেলা ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আহমেদ গত বছরের ১৯ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরের মিন্টু কলেজ এলাকায় শিক্ষার্থী রেদোয়ান হোসেন হত্যা মামলার আসামি। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


গত বছরের ১৯ জুলাই সন্ধ্যার দিকে ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগর। তার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায়। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০ জুলাই তার দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাগর হত্যার ঘটনায় তার পরিবার থানায় কোনো মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে একটি, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে একটি এবং বৈষম্যবিরোধী এক আন্দোলনকর্মী বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ জানিয়েছে, বিএনপি নেতার মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।

]]>
সম্পূর্ণ পড়ুন