মমির রহস্যময় ইতিহাস

৬ দিন আগে
বর্তমানে বিশ্বের অনেক জাদুঘরে সংরক্ষিত রয়েছে শত শত মমি, যা ইতিহাস ও বিজ্ঞানের অনন্য নিদর্শন। লন্ডনের ‘দ্য ব্রিটিশ মিউজিয়াম’-এ মিসর, সুদান ও অন্যান্য দেশ থেকে সংগৃহীত ১২০টির বেশি মানব মমি রয়েছে। এর মধ্যে খ্রিষ্টপূর্ব ৯০০ সালের পুরোহিতের কন্যা তামুত এবং খ্রিষ্টপূর্ব ৮০০ সালের গায়ক জায়া স্তুমোর মমি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া সেখানে প্রায় ৩০০টি প্রাণীর মমিও রয়েছে, যার মধ্যে রয়েছে কুকুর, বিড়াল, এমনকি কুমিরও।
সম্পূর্ণ পড়ুন