মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২ সপ্তাহ আগে
মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও তা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তবে কমিয়ে আনা সম্ভব হয়েছে।


সাবেক সিইসি নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
 

আরও পড়ুন: মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে: ডিএমপি কমিশনার


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এমনকি পুলিশ বাহিনীর সদস্যরাও যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।


আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাহিনীর প্রধানরাও তৎপর। পুলিশ আগের চেয়ে অনেক সক্রিয় হয়েছে। বর্তমান পুলিশ মানবিক পুলিশ হয়ে উঠেছে।


তবে নির্বাচনকালে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি শুধু সরকারের ওপরই নির্ভর করে না জানিয়ে মো. জাহাঙ্গীর আলম বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন তাদের ওপরও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি নির্ভর করে। নির্বাচন কমিশন যেভাবে চাইবে, ঠিক সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন