‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে লাঞ্ছনা, গ্রেফতার হানিফ আদালতে

২ সপ্তাহ আগে
‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে লাঞ্ছনার ঘটনায় আটক হানিফকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গ্রেফতার হানিফ মিয়া স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।


এর আগে সোমবার (২৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল উত্তরা এলাকা থেকে হানিফ মিয়াকে আটক করে। মঙ্গলবার (২৪ জুন) ভোরে তাকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে সেনাবাহিনী।

 

আরও পড়ুন: কাঠগড়ায় বিচারকের সঙ্গে সাবেক সিইসি নুরুল হুদার কথোপকথন


রোববার (২২ জুন) রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করা হয়। জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল।


পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, দিনের ভোট রাতে করাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নূরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।


রোববার রাতে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে বলে, ‘অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। “মব” সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’


মামলায় সোমবার নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

]]>
সম্পূর্ণ পড়ুন