মনোহরদীতে নিজ পুকুরে ভেসে উঠল তুলা মিয়ার মরদেহ

১ সপ্তাহে আগে
নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের আতুসাল পূর্বপাড়ায় নিজ পুকুর থেকে মো. তুলা মিয়া (৫৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৮টার মধ্যে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

মৃত মো. তুলা মিয়া মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা। 

 

পরিবারের সদস্যরা জানান, তিনি দুপুরে বাড়ির পাশের বাগানবাড়িতে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

আরও পড়ুন: নরসিংদীর চরাঞ্চলে আলোকবালীতে ৩ খুনের প্রতিবাদে মানববন্ধন

 

রাত আনুমানিক ৮টার দিকে তার স্ত্রী ও ভাতিজা মো. আলফাজ উদ্দিন (৩০) বাগানবাড়ির আশপাশে খোঁজাখুঁজির সময় পুকুরের উত্তর-পূর্ব পাশে পানিতে ভেসে থাকা অবস্থায় তুলা মিয়ার মরদেহ দেখতে পান। তারা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে মনোহরদী থানা পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে শিবপুর-মনোহরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রায়হান সরকার, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল আকন্দ বলেন, ‘এ ঘটনায় মনোহরদী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন