মনোনয়নপত্র সংগ্রহ শেষে যে বার্তা দিলেন হাসনাত

৪ দিন আগে
আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলকে ঘায়েল করতে আওয়ামী লীগই আগুন সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এনসিপি কার্যালয় থেকে নিজ সংসদীয় আসন কুমিল্লা-৪ এর মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

 

হাসনাত বলেন, গত তিন দিনে আওয়ামী লীগ দেশে যে আগুন সন্ত্রাস করেছে, তাতে স্পষ্ট বোঝা যায় বিগত ১৫ বছরে তারাই দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে।

 

দেশের বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি আরও বলেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করা চেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অনলাইনে কর্মসূচি দিয়ে তাদের উপস্থিত দেখা যায় না। আর যারা রাস্তায় নামার চেষ্টা করে তারাও তিনটি করে মাস্ক পরেন।

 

আরও পড়ুন: বিএনপির যে ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

 

এ সময় কুমিল্লা-৪ এনসিপি নিশ্চিত করেছে উল্লেখ করে দলটির এ মুখ্য সংগঠক বলেন, মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসন নিশ্চিত করেছে এনসিপি। এখন শুধু নির্বাচনের মধ্যদিয়ে এটির আনুষ্ঠানিকতা বাকি রইল।

 

]]>
সম্পূর্ণ পড়ুন