মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

২ দিন আগে
উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেয়ার।’

 

আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন দুলাল, অভিযোগ করলেন নির্যাতনের


এছাড়া নির্বাচনের পরিবেশ নিয়ে হিরো আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছে তারা অনেক বছর ভোট দিতে পারে না। এবার যেন যাকে খুশি তাকে ভোট দেয়ার সুযোগ তৈরি হয় সেই প্রত্যাশায় রাখছি।’

 

আরও পড়ুন: চলছে তৃতীয় দিনের আপিল শুনানি / সকাল থেকে মঞ্জুর ১৯ জনের মনোনয়নপত্র, স্থগিত-প্রত্যাহার ৩


উচ্চ আদালতের এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন হিরো আলম ও তার সমর্থকরা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন