উদ্ধার হওয়া শিশুটিকে দেখভালের জন্য বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়। মোসলেহউদ্দিন নামে ওই ব্যক্তি শিশুটিকে ঢাকা থেকে নিয়ে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মোসলেহউদ্দিনকে আটক করেছে।
পুলিশ হেফাজতে নেওয়া মোসলেহউদ্দিন উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা আবদুস শহীদের ছেলে।
ওসি আহসান কবির জানান, ঢাকার মহাখালী এক পাগলের কাছ থেকে শিশুটিকে পেয়েছেন। তিনি শিশুটিকে লালন-পালনের জন্য ঢাকা থেকে লঞ্চযোগে মনপুরায় নিয়ে আসে।
আরও পড়ুন: মেঘনায় ধরা ১৩ কেজির কাতলা বিক্রি হলো কত?
তিনি আরও জানান, সকাল থেকে শিশুটির পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত করা যায়নি। শিশুটিকে দেখভাল করার জন্য মনপুরা সমাজসেবা অফিসে দায়িত্বরত শিশু সুরক্ষা সমাজকর্মীর কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর মা মনপুরার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। তিনি এলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। মোসলেহ উদ্দিন এখনও পুলিশ হেফাজতে আছেন।
মনপুরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বরত শিশু সুরক্ষা সমাজকর্মী মো. মেহেদী হাসান রবিন জানান, উদ্ধার হওয়া শিশুটি সুস্থ আছে।