রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে গাড়ি মেরামতের দোকান ও ২টি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ১ ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটি পরিকল্পিত নাকি দুর্বৃত্তদের কাজ পুলিশ তা খতিয়ে দেখছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে এখনো কিছু জানা যায়নি।
আরও পড়ুন: সিলেটে ঘরে ঢুকেই গৃহকর্তাকে কুপিয়ে হত্যা
এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। পুরো বিষয়টি ফায়ার সার্ভিস খতিয়ে দেখছে। ভেতরে কোনো দাহ্য পদার্থ আছে কি না, সেটাও তারা যাচাই করছে।
আরও পড়ুন: সিলেটে জুয়েলারি দোকান থেকে স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার
সাইফুল ইসলাম আরও বলেন, আগুনে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। কয়টি প্রতিষ্ঠান পুড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামগ্রিক বিষয় পর্যালোচনা ছাড়া পুরো ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা দেয়া সম্ভব নয়। তবে বেশ ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টি নিশ্চিত।
]]>
১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·