মধ্যরাতে রাশিয়ার ব্যাপক হামলা, শিশুসহ নিহত ৩

২ সপ্তাহ আগে
ইউক্রেনের সুমি অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ গ্রিহোরভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইউক্রেনের বার্তা সংস্থা ‘আরবিসি ইউক্রেন’।

 

আরবিসি ইউক্রেন জানিয়েছে, সোমবার (২৩ জুন) মধ্যরাতে ভারখনোসিরোভাটকা কমিউনিটির একটি গ্রামে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় একজন পুরুষ, একজন নারী এবং ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩

 

আঞ্চলিক প্রশাসনপ্রধান বলেন, হামলায় নিহতরা আলাদা পরিবারের হলেও একই জায়গায় বসবাস করতেন। তারা রাতে নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু রুশ ড্রোনের হামলায় তারা চিরতরে ঘুমিয়ে গেলেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ওলেহ গ্রিহোরভ বলেন, ‘এ হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর আগুনও ধরে যায়। উদ্ধারকর্মী, চিকিৎসকসহ সব জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।’

 

আরও পড়ুন: বিশ্লেষকরা বলছেন / ইরানের পরমাণু সক্ষমতা থেমে যায়নি

 

একই রাতে রুশ বাহিনী খারকিভ শহরেও ড্রোন হামলা চালিয়েছে বলে জানায় আরবিসি ইউক্রেন। শহরের মেয়রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, অন্তত সাতটি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। বাকিগুলো তিনটি স্থানে আঘাত হানে— এর মধ্যে দুটি ছিল নিমিশলিয়ানস্কি জেলার আবাসিক এলাকায়, আর একটি ছিল সালটিভস্কি জেলার একটি বেসামরিক স্থাপনায়।

]]>
সম্পূর্ণ পড়ুন