এ বছর পহেলা মে থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় হ্রদে মাছ শিকার, পরিবহন, বাজারজাত করণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। হ্রদে মাছ শিকার বন্ধ শুরু হওয়ায় জাল ও নৌকা নিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন জেলেরা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মার্কেটিং অফিসার মো. আইয়ুব আফনান জানান, এই বছর মৎস্য অবতরণ হয়েছে প্রায় ৮ হাজার ৯৫০ মেট্রিক টন। যেখান থেকে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। এ বছর হ্রদে ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছে পোনা অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশে নিষেধাজ্ঞা, ইলিশ নিয়ে যাচ্ছে ভারতের জেলেরা
তিনি আরও জানান, বন্ধকালীন সময়ে হ্রদে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় সব বরফ কল।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় পহেলা মে থেকে তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যাকরে সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে ২৬ হাজার জেলে।
]]>