বুধবার (২ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হুতি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আনিস আলাসবাহি জানান, মঙ্গলবার (১ এপ্রিল) রাতে হোদেইদাহ প্রদেশের আল-মানসুরিয়াহ জেলার পানি ব্যবস্থাপনা ভবনকে লক্ষ্য করে মার্কিন হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হন। যাদের বেশিরভাগই কর্মচারী।
আরও পড়ুন:বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে ফের ইসরাইলের হামলা, নিহত ৩
হুতি-অনুমোদিত আল মাসিরাহ টিভি পরে জানিয়েছে যে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, উত্তর-পশ্চিমে হাজ্জাহ অঞ্চল এবং উত্তরে সাদায়ও আক্রমণ করা হয়েছে।
এদিকে, আল মাসিরাহ টিভি শাদা এবং সানা অঞ্চলে একাধিক মার্কিন হামলার খবর প্রকাশ করার পর, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার রাতের হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
১৫ মার্চ থেকে ওয়াশিংটন হুতি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি লোহিত সাগরে ইসরাইলি-সংশ্লিষ্ট জাহাজগুলোতে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দিয়েছিল।
এর আগে পেন্টাগন ঘোষণা করেছে যে তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরীটির সংখ্যা দুটিতে উন্নীত করবে, যার মধ্যে একটি লোহিত সাগরে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে এবং আরেকটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাঠানো হবে।
মঙ্গলবার পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ইউএসএস কার্ল ভিনসন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দেবে এবং যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক বিমানও মোতায়েন করবে।
আরও পড়ুন:ইসরাইলের প্রধান বিমানবন্দরে আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির!
পেন্টাগন আরও জানিয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে সংঘাতকে আরও বিস্তৃত বা বৃদ্ধি করার জন্য যেকোনো রাষ্ট্রীয় বা অ-রাষ্ট্রীয় পক্ষের প্রতি সাড়া দিতে প্রস্তুত।’