চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা পালন হচ্ছে। ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের দ্বিতীয় বৃহত্তম উৎসবটি পালন করছে।
এরইমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এর আগে ৯ জিলহজ মুজদালিফায় সারারাত খোলা আকাশের নিচে অবস্থান করেন হাজিরা। ফজরের নামাজ আদায় করে সূর্য উঠার আগে কিছু সময় অবস্থান করেন এবং সূর্য উঠার আগেই মিনার উদ্দেশ্যে রওয়ানা হন।
আরও পড়ুন: কোরবানির ঈদ / ছুটির মধ্যেও যেসব এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা আজ
১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসেই বড় জামরাতে জোহরের আগেই ৭টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামরাতে কঙ্কর নিক্ষেপ করেই হাজিরা মিনায় কোরবানির পশু জবাই করেন। এ ক্ষেত্রে যারা ব্যাংকের মাধ্যমে কোরবানি করবেন, তারা ব্যাংকের লোকদের কাছ থেকে মাথা হলক করার নির্দিষ্ট সময় জেনে নেন।
কোরবানির পর পরই মাথা হলক করার মাধ্যমে হজের ইহরাম থেকে হালাল হবেন হাজিরা। মাথা মুণ্ডনের মাধ্যমে হাজি ইহরামের কাপড় পরিবর্তন করাসহ সব সাধারণ কাজ করতে পারলেও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন: মরক্কোতে এবার কেন পশু কোরবানি নিষিদ্ধ?
এদিকে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। আজ ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্রেও।
ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক ঘণ্টা আগে পরে ঈদ উদযাপন হবে ইউরোপসহ বিশ্বের আরও বিভিন্ন দেশে। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদুল আজহা পালিত হবে আগামীকাল।