মধ্য আফগানিস্তানে হাইওয়েতে দুটি বাস দুর্ঘটনায় নিহত ৫২ জন

২ সপ্তাহ আগে
মধ্য আফগানিস্তানে একটি হাইওয়েতে দুটি আলাদা বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। আহত আরও ৬৫ জন। বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) তালেবান সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার ( ১৮ ডিসেম্বর) গভীর রাতে গজনি প্রদেশের কাবুল-কান্দাহার হাইওয়েতে বাস দুটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রথম দুর্ঘটনাটি হয় শাহবাজ গ্রামের কাছে। যখন একটি বাসের সঙ্গে একটি জ্বালানী ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে পূর্বাঞ্চলীয় জেলা আন্দরে। সে সময় আরেকটি বাস একটি ট্রাককে ধাক্কা দেয়।


তথ্য ও সংস্কৃতির প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়েছেন। যদিও তিনি দুটি ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা উল্লেখ করেননি।

 

এদিকে প্রধান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কাবুল-কান্দাহার হাইওয়েতে দুটি মারাত্মক ট্র্যাফিক দুর্ঘটনা ঘটেছে, যাতে ৫২ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন।’

 

Message of Condolences from the Islamic Emirate Regarding the Casualties in Two Traffic Accidents on the Kabul-Kandahar Highway https://t.co/9b75dwOrKlhttps://t.co/lH9wVsyx59 pic.twitter.com/8D86WNS3OE

— Zabihullah (..ذبـــــیح الله م ) (@Zabehulah_M33) December 19, 2024


ঘটনার পর উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে আফগানিস্তানের সড়ক দুর্ঘটনা খুব সাধারণ ব্যাপার। এর কারণ হলো কয়েক দশক ধরে চলা সংঘাতের ফলে পুরোনো রাস্তা, বিপজ্জনক ড্রাইভিং অনুশীলন এবং নিয়ন্ত্রক তদারকির অভাব। 


এর আগে মার্চ মাসে, দক্ষিণ হেলমান্দ প্রদেশে একটি জ্বালানী ট্যাঙ্কারের সাথে বাসের সংঘর্ষে ২০ জনেরও বেশি লোক নিহত এবং ৩৮ জন আহত হন।

 

২০২২ সালের ডিসেম্বরে সালং পাসে আরেকটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। একটি জ্বালানী ট্যাঙ্কার উল্টে যায় এবং বিস্ফোরিত হয়। এতে ৩১ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়।

 

সূত্র: ডন

]]>
সম্পূর্ণ পড়ুন