মধুপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ক্লিনিক ভাঙচুর

১ সপ্তাহে আগে
টাঙ্গাইলের মধুপুরে প্রচারণা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় ককটেল বিস্ফোরণ ও দুটি ক্লিনিক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের আনারস চত্বর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে আনারস চত্তরের সমাবেশের আয়োজন করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকেরা। পরে একটি মিছিল নিয়ে আসার সময় বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

 

পরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা পাল্টা হামলা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

 

আরও পড়ুন: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

 

এসময় ক্লিনিক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করা হয়। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

আরও পড়ুন: মির্জা ফখরুলকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, বিএনপি নেতা বহিষ্কার

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, সংঘর্ষের খবর পেয়ে দুইপক্ষের লোকজনকে সরিয়ে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন