মধুখালীতে সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

১ সপ্তাহে আগে
ফরিদপুরের মধুখালীতে পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় রোটারি ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর এলাকায় আলতু খান জুট মিলের ভেতরে অবস্থিত সিসা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।


আহত শ্রমিকরা হলেন, উপজেলার মেছোরদিয়া গ্রামের মো. শাহাবুদ্দিন (৩৫), বোয়ালিয়া গ্রামের ফারুক (৩৪) এবং চাঁনপুর গ্রামের বিপ্লব (৩৪)। আহত ৩ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা ৩ পরিবার


ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন খান বলেন, ‘ব্যাটারি তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রামের মধ্যে সিসা প্রক্রিয়া করনের সময় বিস্ফোরণ হয়ে ৩ শ্রমিক আহত হন। তবে কী কারণে, বা কীভাবে রোটারি ড্রাম বিস্ফোরণ হয়েছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. আকাশ হোসেন জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে সিসা কারখানায় বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিককে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারের দাবি


মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এস নুরুজ্জামান জানান, সিসা কারখানায় কাজ করার সময় রোটারি ড্রাম বিস্ফোরণ ঘটলে তিন শ্রমিক দগ্ধ হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন